Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চবিতে মুক্তিযুদ্ধভিত্তিক দেয়ালচিত্র উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নভেম্বর ২১, ২০২২, ০৬:৫৯ পিএম


চবিতে মুক্তিযুদ্ধভিত্তিক দেয়ালচিত্র উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কেন্দ্রের উদ্যোগে চাকসু ভবনের প্রবেশ পথে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যে অঙ্কিত দেয়ালচিত্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ফিতা কেটে এ দেয়ালচিত্রের উদ্বোধন করেন।

এসময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, চাকসু কেন্দ্রের পরিচালক সিনেট সদস্য শাহেদ বীন ছাদিক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, চাকসু কেন্দ্রের সহকারী পরিচালক ও সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া এবং দেয়ালচিত্রের শিল্পী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেয়ালচিত্র উদ্বোধনের পরে চবি উপাচার্য বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ এর ভাষণ ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস দেয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলায় চাকসু কেন্দ্রের পরিচালক ও সহকারী পরিচালসহ শিল্পীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের সন্তানদের কাছে পৌঁছে দিতে এ ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম ও শিল্পী মংহ্লা ওয়ান এ দেয়ালচিত্র অংকন করেন। দেয়ালচিত্র অংকনের অনুভূতি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‍‍`আমার কাছে খুবই ভালো লাগছে যে, এমন দুইটি দেয়ালচিত্র অংকন করতে পেরেছি যাতে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য সগৌরবে ফুটে উঠেছে। আরও ভালো লাগছে যে, এই দেয়ালচিত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সামনে আমার শিল্পটি প্রকাশ করতে পেরেছি।‍‍`

এসএম

Link copied!