Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন শুরু

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩, ২০২২, ০৪:৫৭ পিএম


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন শুরু

দীর্ঘ সাড়ে চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন শুরু হয়েছে।  ছেলেদের হলের নেতাকর্মীদের অনেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সম্বলিত লেখা ব্যাজ মাথায় বেঁধে এসেছেন। পুরো সম্মেলন স্থান বিভিন্ন স্লোগানে মুখরিত।

শনিবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ সম্মেলন শুরু হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

সম্মেলনকে কেন্দ্র করে শনিবার দুপুর ২টার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা আপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন। বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে মেয়েদের হলের নেত্রীকর্মীদের মধ্যেও। মেয়েদের পাঁচটি হলের সাভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা আলাদা রঙের শাড়ি পরে সম্মেলন স্থলে হাজির হন।

উল্লেখ্য, এর আগে ঢাবি ছাত্রলীগের সম্মেলন হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে ২০১৮ সালের ১১ ও ১২ মে। ২৯তম ওই জাতীয় সম্মেলনের প্রায় দুই মাসের মাথায় ৩১ জুলাই কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে  সভাপতি হিসেবে সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হিসেবে সাদ্দাম হোসেন নেতৃত্বে আসেন।

এআই

Link copied!