Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইবি ভর্তির চতুর্থ মেধা তালিকা প্রকাশ (তালিকা সহ)

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ৭, ২০২২, ১২:৫৮ পিএম


ইবি ভর্তির চতুর্থ মেধা তালিকা প্রকাশ (তালিকা সহ)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধা তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১০ নভেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তিন মেধাতালিকা মিলিয়ে মোট দুই হাজার ৯৫টি আসনের বিপরীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে ৮২৫ জন শিক্ষার্থী।

এর ফলে এখনো এক হাজার ২৭০ আসন খালি রয়েছে। যা মোট তালিকার প্রায় ৬১ শতাংশ।

চতুর্থ মেধাতালিকায় ফাকা থাকা এসব আসন পূরণের জন্য ভর্তিচ্ছুদের ডাকা হবে।

 

*তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

Link copied!