Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের নেতৃত্বে মামুন-রামিম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২২, ০৭:১৬ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের নেতৃত্বে মামুন-রামিম

কর্মকর্তা পরিষদ ২০২৩ সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অর্থ ও হিসাবের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন সভাপতি এবং রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি) রামিম আল করিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. হাফিজুর রহমান।

নির্বাচনে সভাপতি প্রার্থী আবদুল্লাহ আল মামুন পান ৫১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয় রামিম আল করিম।

অন্যপদে নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে রেবেকা সুলতানা, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এইচ এম এরশাদ দপ্তর ও প্রচার সম্পাদক রাশেদ মিয়া , সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনিশংকর আইচ এবং সদস্য হিসেবে নির্বাচিতদের মধ্যে রয়েছে সায়েদুর রহমান, একেএম গোলাম মুর্তজা বাধন, মোঃ মাঈন উদ্দিন, মোঃ এনায়েত কবির, মোঃ লিয়াকত হাসান, মোঃ রাশিদুজ্জামান, ফাতেহউল আলম (শিশির)।

নির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, কর্মকর্তাদের অধিকার নিয়ে কথা বলতেই কর্মকর্তা পরিষদের নির্বাচন। আমায় কর্মকর্তারা নির্বাচিত করেছেন তাই তাদের ন্যায় সঙ্গত অধিকার বাস্তবায়নে কাজ করবো আমি এবং আমাদের কর্মকর্তা পরিষদ।

নির্বাচিত সাধারণ সম্পাদক রামিম আল করিম বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে সকল কর্মকর্তাদের ন্যায্য দাবীর পক্ষে অবস্থানের ভিত শক্তিশালী হয়েছে। কর্মকর্তদের ন্যায্য পাওনা, আবাসন সমস্যা সংকট নিরসন, পর্যায়োন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ কর্মকর্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে কর্মকর্তা পরিষদ।

এসএম

Link copied!