Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে ইবিতে র‍্যালি

ফারহানা নওশিন তিতলী, ইবি

ফারহানা নওশিন তিতলী, ইবি

ডিসেম্বর ১৮, ২০২২, ০৫:৩৮ পিএম


আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে ইবিতে র‍্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস -২০২২ উপলক্ষে "মানব সভ্যতা ও সংস্কৃতিতে আরবী ভাষার প্রাসঙ্গিকতা" শীর্ষক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে একই স্থানে সমবেত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মোত্তালিবের সভাপতিত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মোস্তাক এম এ এম মনোয়ার আলী অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মদ আলী, অধ্যাপক ড. ওয়াবাইদুল ইসলাম, এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম,  অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. কাউসার বাকি বিল্লাহ ও অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়া বিভাগটির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে অনুষদ ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, আমরা আরবদের চিনিনা আমরা বেদুইনদের চিনিনা আমরা কোরআনের ভাষা চিনি। যে ভাষায় মহানবী (সাঃ) কথা বলতেন। এই ভাষার গুরুত্ব আমাদের সকল মুসলমানদের জানা উচিত।

কেএস 

Link copied!