Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল, সম্পাদক সৈকত

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২২, ০৯:৪৬ এএম


ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল, সম্পাদক সৈকত

ছাত্রলীগের ঘাঁটি হিসেবে পরিচিত, নেতৃত্ব তৈরির কারখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের নাম ঘোষণা করা হয়। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন কেন্দ্রীয় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক ছিলেন।

এছাড়া তিনি ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার বাড়ি কুমিল্লায়।

সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক এবং ডাকসুর সাবেক সদস্য। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন, সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম হোসেন। আজকে সাদ্দাম হোসেনকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

Link copied!