Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি, প্রথম অবস্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৩, ০৪:০৮ পিএম


গুচ্ছ পদ্ধতিতে ভর্তি, প্রথম অবস্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসন সংখ্যার তুলনায় প্রায় শতভাগ সর্বোচ্চ ভর্তিতে এগিয়ে রয়েছে উত্তরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

জানা যায়, ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৭ম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আসন সংখ্যার তুলানায় ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি (জিএসটি) ভুক্ত বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ভর্তির দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে এখন পর্যন্ত প্রায় শতভাগ ভর্তি নিশ্চিত করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

৭ম মেধা তালিকা পর্যন্ত প্রায় শতভাগ ভর্তির কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক শৃঙ্খলা ও সেশনজটমুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে সর্বোচ্চ পছন্দের তালিকায় রেখেছেন তারা।

চট্টগ্রাম থেকে ভর্তি হতে আসা মঙ্গঁলি চাক্সমা জানান, আমি সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিলে এবার ফলাফল আসে। আমি প্রথম পছন্দের তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রেখেছিলাম। দীর্ঘদিন অপেক্ষমান তালিকায় থেকে ৭ম মেধা তালিকায় আমি এখানে ভর্তি হয়েছি।  

বেরোবি প্রথম পছন্দের তালিকায় রাখার কারণ জানতে চাইলে মঙ্গঁলি চাক্সমা জানান, আমার বান্ধবী গত সেশনে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বর্তমানে তার দুইটি সেমিস্টার সম্পন্ন হয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে শুনেছি তাদের এখনো দ্বিতীয় সেমিস্টার শেষ হয়নি। বিশ্ববিদ্যালয় বাড়ি থেকে অনেক দূরে হলেও এখানে ভর্তি হয়েছি কারণ তারাতারি ¯œাতক শেষ করে চাকরির প্রস্তুতি নিতে চাই।  

পরিসংখ্যান বিভাগে ভর্তি হওয়া জয়পুরহাটের পাঁচবিবি এলাকার শেখ মোহাম্মদ সবুজ বলেন, আমি প্রাথমিক ভর্তি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করেছিলাম। মাইগ্রেশন অন রাখাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাই। আমি বেরোবিতেই ভর্তি কনফার্ম করেছি। শুনেছি বর্তমানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এ বিশ্ববিদ্যালয়টি ভালো অবস্থানে রয়েছে। আমার অধিকাংশ বন্ধু এখানে ভর্তি হয়েছে।

বেরোবি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান জানান, এবারের সেশনে এ পর্যন্ত প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তি হয়েছে। যদি কেউ মাইগ্রেশন অন রাখে সেক্ষেত্রে আলাদা কথা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তির ক্ষেত্রে আমাদের অবস্থান ভালো। অতীতের অবস্থা থেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা অনেকটা উন্নত। এ জন্য হয়তো এ বিশ্ববিদ্যালয়ের প্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আলাদা একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি হাসিবুর রশীদ।

টিএইচ

Link copied!