চবি প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৩, ০৬:১৬ পিএম
চবি প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৩, ০৬:১৬ পিএম
পৌষের ঘন কুয়াশার চাদরে ঢাকা হিমেল হাওয়ার পরশে চারদিকে উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজে সেজেছে সবাই। মাথায় লাল ক্যাপ, কাঁধে সোনালি আঁশের ব্যাগ। সবার মাঝে আজ আবেগঘন উচ্ছ্বাস। এমনই আনন্দঘন মিলনমেলা দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ৫ম পুনর্মিলনী অনুষ্ঠানে।
শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বাংলা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
`আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়` এই প্রতিপাদ্যে পঞ্চমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বাঙলা সম্মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কলা অনুষদের ডিন, বাংলা বিভাগের সভাপতিসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সকালে প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিকালে কবিতা আবৃত্তি, স্মৃতি কথন, গান,কৌতুক, অভিনয়সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, আজকের এই মিলনমেলায় শরিক হয়ে খুবই ভালো লাগছে। আমি ও আমার স্ত্রী লাল ক্যাপ ও লাল ব্যাগের অনুভূতি ভাগাভাগি করে নিয়েছি। আমি একটি কলেজের অধ্যাপক। নিজের অনেক ব্যস্ততার মাঝেও অতীতের স্মৃতিচারণে আমি এসেছি।
১০ম ব্যাচের শিক্ষার্থী সুধীর বরণ দেব বলেন, ক্যাম্পাসের যেকোনো কিছুতে এক অদ্ভুত ভালোলাগা কাজ করে। আজকে এখানে এসে যাকিছু দেখছি সবকিছুতেই ভালো লাগছে।
একই ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বহুদিন পরে এই ক্যাম্পাসে আসা। অনেক পরিবর্তন হয়েছে ক্যাম্পাসের। চিরচেনা এই পরিবেশের চারপাশের সবকিছু নতুন লাগছে। অনেক আনন্দঘন মূহুর্তে কাটছে আজকের দিন।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে যাত্রা শুরু করে বাংলা বিভাগ। বর্তমানে এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীগণ দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশ ও জাতির সেবায় একনিষ্ঠভাবে নিয়জিত আছেন।
কেএস