Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধনবাড়ীতে স্কুলের বেদখল সম্পত্তি উদ্ধারে সভা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৩, ০৭:৩৯ পিএম


ধনবাড়ীতে স্কুলের বেদখল সম্পত্তি উদ্ধারে সভা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ শতাংশ সম্পত্তি উদ্ধারে সভা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘এটি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের নামে ৬৯ শতাংশ জমি থাকলেও ৫২ শতাংশ সম্পত্তি বেদখলে হয়ে গেছে। এ কারণে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা যাচ্ছে না। বিদ্যালয়ের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের দাবি জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বানিয়াজান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শারমিন জাহান, বিদ্যালয়ের সভাপতি বুলবুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বানিয়াজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র সরকার, অভিভাবক মাহাবুবুর রহমান মুকুলসহ অনেকে। এ সময় জনপ্রতিনিধি, অভিভাবক, সাংবাদিক ও এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন।



   

 

Link copied!