Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আন্দোলনে ভর্তিচ্ছুরা

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৩, ০৬:২৪ পিএম


গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আন্দোলনে ভর্তিচ্ছুরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে‌ গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ২০২১-২২ সেশনের ভর্তিতে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বলছেন, নিয়ম অনুযায়ী সাক্ষাৎকারে উপস্থিত হলেও ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেনীতে ভর্তিতে মেধা তালিকার পেছনে থাকা শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হলেও বাদ পড়েছে সামনে থাকা শিক্ষার্থী।

গত শুক্রবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে ১৫ ও ১৬ তারিখে সাক্ষাৎকারের জন্য তারিখ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট তালিকা বা ফাঁকা সংখ্যা প্রকাশ না করায় অসংখ্য ভর্তিচ্ছু আসে সাক্ষাৎকারের জন্য। তাদের সামাল দিতে কিছুটা হিমশিমও খেতে হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

গত ১৭ তারিখে ফাঁকা আসনে ভর্তির জন্য ফলাফল প্রকাশ করলে একাধিক শিক্ষার্থী আশাহত হয়ে পড়ে। তারা দেখতে পায় তাদের পিছনের মেধাতালিকা থেকে ভর্তির জন্য মনোনীত হয়েছে। কিন্তু তাদের সকল শর্ত পূরণ ও সাক্ষাৎকারে উপস্থিত থেকেও তাদের নাম তালিকায় নেই।

এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে একাধিক পোস্ট করে তীব্র সমালোচনা করেন একাধিক শিক্ষার্থী।

ভর্তিচ্ছু শিক্ষার্থী এক শিক্ষার্থী মো. রায়হান রাসেল অভিযোগ করে বলেন,  আমি ‍‍`বি‍‍` ইউনিটে সাক্ষাৎকার দিয়েছি এবং সিগনেচারও করেছি। আমার পজিশন ১১৮১ ছিল। ফলাফল প্রকাশের পরে দেখি আমার পরে থেকে অনেকের চান্স হলেও আমার চান্স হয়নি। সর্বশেষ ১২৯২ পজিশন যার, তারও নাম এসেছে। কিন্তু আমার নাম আসেনি। আমি আমার ন্যায্য প্রাপ্তি আশা করি। এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করে এগিয়ে থাকা পজিশনধারীদের মনোনীত করা হোক।

লামিয়া ইসলাম চাঁদনি নামের এক ভর্তি ইচ্ছুরও একই রকমের অভিযোগ রয়েছে। ‍‍`বি‍‍` ইউনিটে তার পজিশন ১২৩৯ থাকা সত্বেও তার নাম মেধাতালিকায় আসেনি বলে জানান। ভর্তি প্রক্রিয়ায় স্বজনপ্রীতি হয়েছে বলেও অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী।

এদিকে আজকে মনোনীতদের চূড়ান্ত ভর্তির তারিখ দেওয়া হলে অনেকেই চূড়ান্তভাবে ভর্তি হচ্ছে। এর সঠিক সুরাহা না পেয়ে আন্দোলন করেছে ভুক্তভোগী ভর্তি-ইচ্ছুকরা। তারা এই অনিয়ম মানতে নারাজ। সুষ্ঠু ভর্তি কার্যক্রম চেয়ে ও নিয়ম বহির্ভূত ভর্তি স্থগিত চেয়ে প্রশাসনিক ভবনের নিচে আন্দোলন করে তারা।

ভর্তিতে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করলে গুচ্ছভর্তির পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ড.সেলিম আল মামুন এ ব্যাপারে অবগত নন বলে জানান। তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের আবেদন যাচাই করে দেখবেন বলে আশ্বস্ত করেন।  

তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সাথে কথা বললে তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ভর্তিকমিটির সাথে মিটিং করে শীঘ্রই একটি সমাধান বের করার চেষ্টা করবো।

উল্লেখ্য, ভুক্তভোগীদের কাছে থেকে লিখিত আবেদনপত্র জমা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরএস

Link copied!