Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নতুন নেতৃত্বে ইবি রিপোর্টার্স ইউনিটি

ফারহানা নওশিন তিতলী, ইবি

ফারহানা নওশিন তিতলী, ইবি

জানুয়ারি ২৩, ২০২৩, ০৫:১৮ পিএম


নতুন নেতৃত্বে ইবি রিপোর্টার্স ইউনিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি তাসনিমুল হাসান প্রান্ত নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তারিক সাইমুম (দৈনিক দেশের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনাদ (দৈনিক আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (ডেইলি সান), দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন (দৈনিক তৃতীয় মাত্রা), কোষাধ্যক্ষ শাহীন আলম (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী (দৈনিক আমার সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাথিয়া ঐশী (দৈনিক নাগরিক ভাবনা), ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান (দৈনিক বাংলা পত্রিকা) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রেজা আহমেদ (দৈনিক সময়ের দিগন্ত), সামি আল সাদ আওন (দৈনিক ভোরের ডাক), যায়ীদ বিন ফিরোজ (রাইজিং বিডি), মোস্তাক মোর্শেদ ইমন (দৈনিক নবচেতনা), মংক্যাচিং মারমা (নিউজ ভিশন বিডি)।

পরে দুপুর ১টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এরপর সদ্য বিদায়ী সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীর নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!