Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে জবির ১৪ শিক্ষার্থীর সাজা

জ‌বি প্রতি‌নিধি

জ‌বি প্রতি‌নিধি

জানুয়ারি ২৫, ২০২৩, ০৯:০৪ পিএম


পরীক্ষায় অসদুপায় অবলম্বনে জবির ১৪ শিক্ষার্থীর সাজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) ১৪ জন শিক্ষার্থী‌কে বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার শৃঙ্খলা কমিটির ৬১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের মো. রনি মিয়া ও ২০২০-২১ শিক্ষাবর্ষের জারিন তাসনিম, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের ইকবাল হোসেন শরীফ, ২০২০-২১ শিক্ষাবর্ষের রেহানা খাতুন, আকাশ মন্ডল, মো. শাকিল খান, লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার ইমন, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের জান্নাতুল মাওয়া সাথী, একই বিভাগের ২০১৬-১৭ সেশনের মো. রফিকুল হাসান, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের সানজিদা শারমিনকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারজানা আক্তার মুক্তা, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের রেজওয়ান করিম সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কার, আইন বিভাগের প্রফেশনাল কোর্সে ২০২২-২৩ সেশনে আশিকুল ইসলাম নাসিমের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদেরকে শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন মেয়াদে সাজার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

কেএস 

Link copied!