Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

ঢাবিসহ অধিভুক্ত কলেজের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৫, ২০২৩, ১১:৪২ পিএম


ঢাবিসহ অধিভুক্ত কলেজের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের এবং উপাদানকল্পের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। পরীক্ষায় নকল, নারী উত্ত্যক্তকরণ, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও মাদকদ্রব্য গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের (ডিবি) সভায় এ সুপারিশ করা হয়। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সভাসূত্রে জানা যায়, ১০৯ জনকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও পরীক্ষকদের সঙ্গে অসদাচরণের দায়ে দুই থেকে চার বছর পর্যন্ত বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বাকি পাঁচজনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে অন্যান্য অভিযোগে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে সূর্যসেন হল এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিম নাজমুলকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।

এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

Link copied!