Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজ প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৩, ০৩:২৪ পিএম


সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

গত শনিবার (২১ তারিখ) সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কট্টরপন্থী এক ব্যক্তি পবিত্র কোরআন পুড়িয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জানুয়ারি) কলেজের নাঈমের গলি থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাঈমের গলিতে গিয়েই শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

মিছিল শেষে এক শিক্ষার্থী বলেন, ইসলাম ধর্মালম্বীদের পবিত্রগ্রন্থ ‍‍‘আল কোরআন‍‍’ পোড়ানোর ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ প্রকাশ করছি। মুসলিমদের কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে। বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ইসলামকে কুলসিত করতে চেষ্টা করছে। এ সময় তিনি সারা বিশ্বের মুসলমান জাতিকে একত্রিত হওয়ার আহ্বান জানান।

আরএস

Link copied!