Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পর্দা উঠলো গবি আন্ত:বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার

গবি প্রতিনিধি

গবি প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:৪২ পিএম


পর্দা উঠলো গবি আন্ত:বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফুটবল ও ব্যাডমিন্টন ইভেন্টকে সামনে রেখে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল হোসেন বেলুন উড্ডয়নের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদের ডীন, সকল বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ।

রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার যে ইতিহাস সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আন্তঃবিশ্ববিদ্যালয় খেলার প্রতিযোগিতায় যে সাফল্য অর্জন করেছে সেটা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।

কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম বলেন, গত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয় সুনাম অর্জন করেছে। তাই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। খেলার মাঝে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেই জন্য সকল শিক্ষকদের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সকলকে খেলায় উপস্থিত থেকে সুশৃঙ্খল খেলা নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপী গণ বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। ইতিমধ্যেই সম্প্রতি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতায় ৬ টি স্বর্ণ, ১১টি রোপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করেছি আমরা।

তিনি আরও বলেন, আমাদের পারফরম্যান্স অত্যন্ত ভালো ছিলো। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ভবিষ্যতে যেনো খেলাধুলায় আরো সুনাম অর্জন করতে পারি সেদিকে লক্ষ রাখতে হবে। এই আন্তঃবিভাগ ফুটবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেনো সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হয় সেজন্য শিক্ষক এবং শিক্ষার্থী এবং সকল খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানাচ্ছি।

উদ্বোধনী দিনের শুরুতেই ছাত্রদের ব্যাডমিন্টন খেলায় অংশ নেয় কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ এবং পদার্থ-রসায়ন বিভাগ। সেখানে ২-১ সেটে পদার্থ-রসায়ন জয় লাভ করে। এবং ছাত্রীদের ব্যাডমিন্টনে অংশ নেয় ফার্মেসি বিভাগ এবং মাইক্রোবায়োলজি বিভাগ। সেখানে ২-০ সেটে ফার্মেসি জয়লাভ করে।

তাছাড়া এদিন ছাত্রদের ব্যাডমিন্টন খেলায় অংশ নিবে ফলিত গণিত এবং ব্যবসায় প্রশাসন বিভাগ, ভেটেরিনারি এবং ফার্মেসি বিভাগ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগ এবং রাজনীতি ও প্রশাসন বিভাগ এবং পরবর্তীতে ছাত্রীদের ব্যাডমিন্টন ইভেন্টে রসায়ন ও পদার্থ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ, ছাত্রীদের ব্যাডমিন্টন, ভেটেরিনারি এবং বায়োকেমিস্ট্রি বিভাগ।

উল্লেখ্য, এবারের আয়োজনে ২ টি ইভেন্টে  (ফুটবল ও ব্যাডমিন্টন) প্রতি বিভাগ থেকে ৪০ জন করে খেলোয়াড় (ছেলে ও মেয়ে) অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করছে। আগামী ১৬ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতার পর্দা নামবে।

কেএস 

Link copied!