নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জানুয়ারি ৩১, ২০২৩, ০৪:১৪ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জানুয়ারি ৩১, ২০২৩, ০৪:১৪ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মানববন্ধনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থী জয়নুল আবেদীন বলেন, `সুইডেনে তারা পবিত্র কোরআনকে পুড়িয়ে উগ্রতা ছড়িয়েছে, এতে মুসলিম হৃদয়ে তারা আঘাত করেছে। কোরআন এর সম্মানার্থে আমরা মানববন্ধন ও আন্দোলন করেছি। পবিত্র কোরআন এর মর্যাদা যেন সারা বিশ্বে অক্ষুণ্ণ থাকে এটি আমাদের দাবি।`
এ ঘটনায় তুরস্ক সহ মুসলিম দেশগুলোতে প্রতিবাদ চলছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।
আরএস