Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইবির চার প্রশাসনিক পদে পরিবর্তন

ফারহানা নওশিন তিতলী, ইবি

ফারহানা নওশিন তিতলী, ইবি

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৮:১৩ পিএম


ইবির চার প্রশাসনিক পদে পরিবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারটি প্রশাসনিক পদে পরিবর্তন হয়েছে এবং তিনটি পদে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন মেয়াদে তাদের নিয়োগ প্রদান করেছেন।

এতে প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, টিএসসিসির পরিচালক বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের পরিচালক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি ও আইন প্রশাসক হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

এবং পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা পদে ড. শেলীনা নাসরীন ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে ড. শামসুল আলমকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এ. এইচ এম আক্তারুল ইসলামকে।

কেএস 

Link copied!