Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আইডিয়াল কলেজে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০১:০২ পিএম


আইডিয়াল কলেজে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

আইডিয়াল কলেজে ব্যাপক দুর্নীতি অনিয়ম সহযোগী ও চিহ্নিত দুর্নীতিবাজদের রক্ষার ষড়যন্ত্রকারী গভর্নিং বডির কতিপয় সদস্য ও প্রভাবশালী সভাপতি সৈয়দ রেজাউল রহমানের অপসারণ ও বর্তমান গভর্নিং বডি বিলুপ্তির দাবিতে সাধারণ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। 

রোববার (৫ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে সকাল ১১ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন:

১. গভর্নিং বডির সভাপতি রেজাউর রহমান দীর্ঘ ১৪ বছর যাবত দায়িত্ব পালন করছেন। যার সর্বোচ্চ চার বছর পর্যন্ত করতে পারে। 

২. গভর্নিং বডির সভায় তার সিদ্ধান্তের বাইরে কথা বলতে দেয়া হয় না। 

৩. গভর্নিং বডির সভায় কিছু সদস্যের বিরোধিতা থাকা সত্ত্বেও উপস্থিত সদস্যগণ সিটিং ভাতা হিসেবে দশ হাজার টাকা গ্রহণ করেন। 

৪. ২০১৭-১৭ সালে একাধিকবার অধ্যক্ষের নিয়োগের পরীক্ষা হলেও পরিকল্পিতভাবে আগের অধ্যক্ষ জসিম উদ্দিনকেই নিয়োগ প্রদান করা হয়। 

৫. অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি অবৈধভাবে বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছে। 

৬. করোনাকালীন সময়ে ২০২০ সালে গভর্নিং বডির মাধ্যমে কলেজের ফান্ড ভেঙে ১১কোটি টাকা সঠিকভাবে ব্যবহার করা হয়নি। 

৭. অভ্যন্তরীণ পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। 

এমন ১৮টি পয়েন্ট তুলে ধরে তারা গভনিং বডির সভাপতিসহ এই কমিটি বিলুপ্তর দাবি করেন। তাদের এই দাবি মেনে নেয়া না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলেও জানানো হয়।

টিএইচ

Link copied!