Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে নোবিপ্রবি উপ-উপাচার্য

নোবিপ্রবি প্রতিনিধি:

নোবিপ্রবি প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৬:৩৪ পিএম


অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে নোবিপ্রবি উপ-উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীকে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফ্রেবুয়ারি) নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে মাধ্যমে এ তথ্য জানা যায়।

নোবিপ্রবি উপাচার্যের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নোবিপ্রবির সম্মানিত উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীকে সাময়িক সময়ের জন্য দায়িত্বে অতিরিক্ত হিসেবে নোবিপ্রবির রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

উল্লেখ্য, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের জেরে নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জসিম উদ্দিন গত ৬ ফ্রেবুয়ারি পদত্যাগ করেন।

আরএস

Link copied!