Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিকৃবি শিক্ষকদের ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু

সিকৃবি প্রতিনিধি

সিকৃবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৯:১০ পিএম


সিকৃবি শিক্ষকদের ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার থাকুন সুস্থ থাকুন প্রতিপাদ্যে ক্লিন ক্যাম্পাস অভিযান পরিচালনা করেছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন ভূঞা ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেন। এসময় শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে নিজ হাতে আবর্জনা সংগ্রহ করতে দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাদ উদ্দিন মাহফুজ তুহিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় চত্ত্বর পরিচ্ছন্ন রাখার ব্যাপারে প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা রাখার কথা উল্লেখ করেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয়  চেয়ারম্যান, প্রক্টর, কর্মকর্তা, শিক্ষার্থী সহ সিকৃবি শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, প্রতি মাসেই পরিচ্ছন্নতা কর্মসূচী করা যেতে পারে। এর মাধ্যমে পরিচ্ছন্ন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। এসময় শিক্ষক সমিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনকে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ দেন তিনি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহ আলমগীর বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার কার্যক্রম শিক্ষক সমিতির হাত ধরে শুরু হলো, যা ধারাবাহিকভাবে অন্যরাও চর্চা করবেন বলে বিশ্বাস করি। আমাদের বিশ্ববিদ্যালয় কর্মচারী স্বল্পতা রয়েছে কিন্তু আমরা চাইলে নিজ দায়িত্বে নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাদ উদ্দিন মাহফুজ তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে। এছাড়াও এই কর্মসূচির আওতায় আবাসিক হল, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ অন্তত মাসে একবার পরিষ্কার করার উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

কেএস

Link copied!