Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তদন্তের কাজে আবারও ক্যাম্পাসে ইবির সেই ভুক্তভোগী

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৪:০১ পিএম


তদন্তের কাজে আবারও ক্যাম্পাসে ইবির সেই ভুক্তভোগী

তদন্তের কাজে আবারো ক্যাম্পাসে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্যাতনের শিকার ফুলপরী খাতুন। সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম তাকে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে হলে নিয়ে যান।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তার বাবাসহ ক্যাম্পাসের এসেছেন তিনি। দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম তদন্তের কাজের জন্য ক্যাম্পাসে ডেকেছেন বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এদিকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের গঠিত তদন্ত কমিটি ও হাইকোর্টের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন। বুধবার দুপুর ১২টার দিকে হাইকোর্টর নির্দেশিত তদন্ত কমিটি ক্যাম্পাসে প্রবেশ করেন। প্রক্টরের কার্যালয়ে দুপর দেড়টা পর্যন্ত থেকে দেশরত্ন শেখ হাসিনা হল যান তারা।

কেএস

Link copied!