Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইবি উপাচার্যের পিএস আইয়ূব আলীকে অব্যাহতি

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০২:০৭ পিএম


ইবি উপাচার্যের পিএস আইয়ূব আলীকে অব্যাহতি

উপাচার্যের অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের একান্ত সচিব আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ভিসি স্যার আমাকে তার পি এস আইয়ুব আলীকে অব্যাহতি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। অব্যহতির কারণ জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে স্যার আমাকে কিছু জানাননি। এছাড়া ব্যক্তিগত ভাবে আমার এসব বিষয়ে কিছু জানা নেই।

এদিকে আজ সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম স্বপরিবারে ক্যাম্পাস ছেড়েছেন। উপাচার্যের ক্যাম্পাস ছাড়ার বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, স্যার ছুটিতে পরিবার সহ ঢাকায় গিয়েছেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, উপাচার্যের নিয়োগ সংক্রান্ত কয়েকটি অডিও পরপর ফাঁস হওয়ায় গত তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকরিজীবী পরিষদ ও সাবেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয় তালা দিয়ে বিক্ষোভ করেছেন।

এর আগে গত (১৭ সেপ্টেম্বর) নানা অনিয়মের অভিযোগে উপাচার্যের পিএস আইয়ুব আলীর বিরুদ্ধে তার কার্যালয় ভাঙচুর করে আন্দোলন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকরিজীবী পরিষদ।

কেএস

Link copied!