Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৬:২৪ পিএম


পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে প্রায় অর্ধশত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের নিচতলার আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে পরীক্ষার দাবিতে আন্দোলন করেন।

শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে এমনিতেই আমরা দুই বছর পিছিয়ে গিয়েছি। এই মুহূর্তে আবার পুনরায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০১৯ সালের পরীক্ষা আমাদের ২০২৩ সালে দিতে হচ্ছে। আমরা অনতিবিলম্বে পরীক্ষার গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ারুল ওহাব বলেন, পরীক্ষা কমিটিকে মিটিং করে দ্রুত পরীক্ষা নিতে বলেছি।

পরিক্ষা কমিটির সভাপতি বলেন, কন্ট্রোলার অফিসে কাগজ পাঠিয়েছেন। তারা যথাযথ ভাবে কাজ করে নি।সাপ্লিমেন্টারী দিতে হবে এবং আর্ডিন্যান্স গত সমস্যাও রয়েছে।

কেএস 

Link copied!