Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যবিপ্রবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা উদ্বোধন

যবিপ্রবি প্রতিনিধিঃ

যবিপ্রবি প্রতিনিধিঃ

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৩:৪৭ পিএম


যবিপ্রবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা উদ্বোধন

খেলাধুলায় অংশগ্রহণ করি, মাদক মুক্ত জীবন গড়ি, প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) উদ্বোধন হলো বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. মো. আনিসুর রহমান বলেন, যবিপ্রবিতে খেলতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি আরÍরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি, প্রতিযোগিতা স্বচ্ছতার সাথে পরিচালিত হবে বলে নিশ্চয়তা প্রদান করছি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় প্রধান,বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত দলের প্রতিনিধি ও কর্মকর্তাগণ সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়।

উল্লেখ্য যে, এ প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ১৫ টি ও ছাত্রী বিভাগে ১৪ টি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করছে।

আরএস

Link copied!