Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে ২২ বিশ্ববিদ্যালয়

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৯:২৯ পিএম


এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে ২২ বিশ্ববিদ্যালয়

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২২ পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, গত বছর যে সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে অংশ নিয়েছিল এ বছরও তারা অংশগ্রহণ করবে।

সোমবার সন্ধ্যায় মন্ত্রী এ বিষয়ে জানান। এর আগে দুপুরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন তিনি।

দীপু মনি বলেন, ‍‍`মন্ত্রণালয়ের ওই বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিগত দুই বছর গুচ্ছ ভর্তিতে যে সমস্যা দেখা দিয়েছে তা সমাধানে আমরা চেষ্টা করছি। কিভাবে আরো ভালোভাবে পরীক্ষার আয়োজন করা যায়, এ বিষয়ে আলোচনা হয়েছে। নতুন করে অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করার বিষয়টিও আলোচনাধীন রয়েছে।‍‍`

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সভায় বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার দাবি তুলেন। তার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির নেতাদের ডাকা হয়।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবি

Link copied!