Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ঢাকা কলেজে উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৭:৩৬ পিএম


ঢাকা কলেজে উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) এর উদ্যোগে ২৪০ সেকেন্ডের উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা কলেজের মুক্ত মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা উদ্বোধন করেন ডিসিডিএসের চিফ মডারেটস ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজিজুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভাষার মাসে ভাষাকে ডিসিডিএস ২৪০ সেকেন্ডের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে। তা সত্যি ইতিবাচক। সবসময় জিততে হবে এমন কিছু নয়, হারা দলেও ভালো বিতার্কিক থাকে।

"ওরা না থাকলে ভাষা হইতো না বাংলা, পেতাম না স্বাধীনতা।" বিষয়ে ২৪০ সেকেন্ডর উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদাৎ হোসাইন স্বপন। ২য় হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরনবী হোসেন। ৩য় হয়েছেন যৌথভাবে ইসলাম শিক্ষা বিভাগের রিয়াদ ও ব্যবস্থাপনা বিভাগের সাইমুন নুর।

কেএস 

Link copied!