Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ৪, ২০২৩, ০৬:১০ পিএম


জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির ১৫ সদস্য বিশিষ্ট ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাদ্দাম হুসাইন রোহানকে সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ফেরদৌস রাত্রিকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতিমন্ডলী যথাক্রমে ফাইরুজ সাজিদা তাজরিন ও আকাশ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রনি হায়দার তূর্য ও দূর্জয় বসাক, অর্থ সম্পাদক মো: ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ করিম পাটোয়ারি রুপম, দপ্তর সম্পাদক ধীরাজ রায়, পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান মনির।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন তপু চন্দ্র দাস, প্রমা রাহা, সুরভী চক্রবর্তী, শ্বাশত প্রামাণিক।

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’ শ্লোগানকে ধারণ করে জলসিঁড়ি তার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই লক্ষ্যে প্রতি সপ্তাহের রবি, সোম, মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ৭ নং কক্ষে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

Link copied!