Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১২, ২০২৩, ০৫:১৪ পিএম


মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান

২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান।

রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফলাফল ঘোষণার পর এ তথ্য জানান।

রাফসান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তিনি ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে ২০ হাজার ৮১৩ জন।

এদিকে শিক্ষার্থীরা তিনভাবে ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

এবি

Link copied!