Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চবিতে নতুন প্রক্টর নিয়োগ

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

মার্চ ১২, ২০২৩, ০৭:৪৩ পিএম


চবিতে নতুন প্রক্টর নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলেন, চবি ইনস্টিটিউট অব মেরিন সাইন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগের সাথে সাথে নতুন প্রক্টর নিয়োগ করা হয়।

রোববার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সাইন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ১২-০৩-২০২১ তারিখ অপরাহ্ন হতে পরবর্তী নির্দেশ না পর্যন্ত প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো। 

নতুন প্রক্টর নিয়োগের আগে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ১৮ পর্ষদ থেকে ১৬ জন একযোগে পদত্যাগ করেছেন।

এআরএস

Link copied!