Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ঢাবি সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৩, ০৮:৫৩ পিএম


ঢাবি সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ আজ ১৯ মার্চ ২০২৩ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি হলেন অধ্যাপক ড. আশফাক হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম.  গোলাম রব্বানী, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, এস. এম. বাহালুল মজনুন চুন্নু, মো. আতাউর রহমান প্রধান, এইচ. এম. বদিউজ্জামান সোহাগ, মো. মুরশেদুল কবীর , এ আর এম মনজুরুল আহসান বুলবুল, অধ্যাপক ড. অসীম সরকার, মীর্জা মো. আব্দুল বাছেত, অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী, অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন, অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, মোহাম্মদ ইকবাল মাহমুদ, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, নিজাম চৌধুরী, অধ্যাপক ড. শারমিন মূসা, এ এইচ এম এনামুল হক চৌধুরী,  অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, এডভোকেট মুহাম্মদ শফিক উল্ল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, রঞ্জিত কুমার সাহা এবং অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

উল্লেখ্য নির্বাচিত ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিরা সকলেই গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী।

এআরএস

Link copied!