Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা মেলা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ২১, ২০২৩, ০৮:৪১ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা মেলা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গবেষণা মেলা। ২০ মার্চ সন্ধ্যা ৬ টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলা মঙ্গলবার (২১ মার্চ ) রাত ৯টায় শেষ হবে।

মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, গ্রন্থ, জার্নাল, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আয়োজন বলে জানা যায়।

সমাপ্তি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘গবেষণা শুধুই চাকরি পাওয়া ও আপগ্রেডেশনের জন্য নয়। গবেষণাপত্র লুকিয়ে রাখার জিনিসও নয়। জনকল্যাণের জন্য গবেষণা করতে হবে এবং সে গবেষণা লোকসমাজের জন্য উন্মুক্ত রাখতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি এবং পুরোনো জ্ঞানকে নবযুগের উপযুক্ত করার যে বিদ্যা ও মানসিকতা, তাকেই আমরা সমাদর করি, পৃষ্ঠপোষকতা দিই।’

আরএস

 

Link copied!