Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

ওয়াইফাইয়ের আওতায় আসবে নজরুল বিশ্ববিদ্যালয়: সৌমিত্র শেখর

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

মার্চ ২৩, ২০২৩, ০২:১৮ পিএম


ওয়াইফাইয়ের আওতায় আসবে নজরুল বিশ্ববিদ্যালয়: সৌমিত্র শেখর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে ওয়াইফাইয়ের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

২২ মার্চ (বুধবার) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন বা স্বাভাবিক মৃত্যু হলে বাংলাদেশ অনেক পূর্বেই উন্নত দেশের কাতারে থাকতো।তিনি বঙ্গবন্ধু হয়ে উঠার পিছনে যেই মহীয়সী নারী অনুপ্রেরণা দিয়েছেন তিনি হলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব।  

আলোচনা সভার প্রধান অতিথি নজরুল সঙ্গীত শিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক বলেন, বঙ্গবন্ধু, বাঙালি, বাংলাদেশ একই সূত্রে গাঁথা। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা সংগ্রাম, আইয়ুব বিরোধী আন্দোলন, ছেষট্টির ৬ দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই পুরো আন্দোলনে বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। এজন্যই তিনি বঙ্গমাতা।

এসময় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন হলটির প্রাধ্যক্ষ নুসরাত শারমিন তানিয়া।

আলোচনা সভা শেষে ২৪ টি বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়।

আরএস

Link copied!