Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

শামসুজ্জামান এর মুক্তির দবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৩, ০৬:১২ পিএম


শামসুজ্জামান এর মুক্তির দবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাংবাদিক শামসুজ্জামান শামস্ এর মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ তিন দফা দাবিতে মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর পৌনে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টার এই সড়ক অবরোধে ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা। তবে এম্বুলেন্স এর জন্য আলাদা লেন করে ছেড়ে দেওয়া হয়।

এসময় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন,‍‍`জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে কীভাবে শামস ভাইকে মুক্ত করতে হবে। আমরা তার নিঃশর্ত মুক্তির আগ পর্যন্ত আন্দোলন জারি রাখবো। শামস ভাই দিনমজুরের বরাতে যে কথা লিখেছেন, তা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা।‍‍`

ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল বলেন, ‘স্বাধীনতা দিবসে একটি রিপোর্ট করার অপরাধে শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বলতে চাই, দেশে আইয়ুব খানের শাসন চলছে নাকি? ইয়াহিয়া খানের শাসন চলছে নাকি? যদি তাই না হয়, তবে কেন একজন সাংবাদিককে স্বাধীনতা দিবসে রিপোর্ট করার জন্য তুলে নিয়ে যাওয়া হয়। অনতিবিলম্বে শামসুজ্জামানের মুক্তি চাই।’

অবরোধ কর্মসূচিতে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন,‍‍`প্রথম আলোর সাংবাদিক শামস ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অগ্রজ ছিলেন৷ সাংবাদিকদের কাজ হল যে ঘটনা ঘটে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া। তিনি সেই কাজটিই করেছেন। তার নিউজে ছিল মানুষের চাল-ডাল ভাত-মাংসের স্বাধীনতার কথা। বাংলাদেশের যে শুধু একটি শ্রেণি, খেটে খাওয়া মেহনতি মানুষরাই কষ্টে আছে বিষয়টি তা নয়। আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কষ্টে আছে।

বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন,‍‍`মাছ, মাংস ও ভাতের স্বাধীনতা" শীর্ষক সংবাদের প্রতিবেদক শামসুজ্জামানকে রাতের আধারে সাদা পোশাকে তার বাসা থেকে তুলে নেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কতৃপক্ষকে জিজ্ঞেস করা হলে তারা বিষয়টি অস্বীকার করে। একই সাথে রাষ্ট্র, সরকার, সিআইডি, পুলিশ সবাই আমাদের সাথে নাটক করেছে।  তারা বলেছে তারা জানে না সাংবাদিক শামস্ কোথায়। অথচ পরবর্তীতে আমরা দেখেছি তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।‍‍`
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে "জেলের তালা ভাঙবো, শামস্ ভাইকে আনবো" স্লোগান শোনা যায়।  

উল্লেখ্য, গত বুধবার (২৯ মার্চ) ভোরে সাংবাদিক শামসুজ্জামানকে সাভারের এক ভাড়া বাসা থেকে সাদা পোশাকে গ্রেফতার করা হয়। 

আরএস

Link copied!