Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি

কুবি প্রতিনিধি

কুবি প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৩, ০৮:১৭ পিএম


কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসি সোসাইটির কার্যকরী পরিষদ-২০২৩ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের এমডি নুরুল মোস্তফা এবং  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম রোহান। 

সোমবার (৩ এপ্রিল)  সোসাইটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, কোষাধ্যক্ষ হিসেবে আছেন বিভাগের সহকারী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, সোসাইটি উপদেষ্টা সাদিয়া জাহান।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদিন জিহাদ, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আতেফা  নাহার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাওহীদা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আলম, তথ্য ও প্রচার সম্পাদক মো. ইয়াসিন, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আক্তার, কোষাধ্যক্ষ ড. জান্নাতুল ফেরদৌস। 

এছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে আছেন,  মো. তোফাজ্জল আহমেদ, উম্মে ফেরদৌস,  মো. তারেক হাসান আরিফ, ফাহমিদা জামান, মো. রেজওয়ান আহমেদ মেহেদী,  মো. জিহাদ, নাসরিন আক্তার, মো. ইয়াসিন, নাহিদা আক্তার মেরিনা, আবদুল রহমান এস সাদী, মার্জিয়া রহমান তন্নী, দুলাল চন্দ্র দাশ ও জাকিয়া আক্তার।

এমএইচআর

Link copied!