Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ বাড়বে: শিক্ষামন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৫, ২০২৩, ০৮:১১ পিএম


আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ বাড়বে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির দক্ষতা না থাকলে এ যুগে মানুষকে মূর্খই বলা হয়। পৃথিবীটা এখন প্রযুক্তি উপর ভিত্তি করে চলছে। সুতরাং সকলকে প্রযুক্তি  জ্ঞানে দক্ষ হতে হবে। এখন আমরা  চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি। আগামীতে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ বাড়বে।

বুধবার (৫ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাব মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের এ ট্যাব গঠনমূলক কাজে ব্যবহার করার আহবান জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী জনশুমারিতে ব্যবহৃত ৪ লাখ ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশ প্রদান করেছেন। তারই অংশ হিসেবে চাঁদপুরে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।

এআরএস

Link copied!