Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাবিপ্রবির রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবি প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৩, ০১:০৫ পিএম


হাবিপ্রবির রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

‘রোটার‍্যাক্ট ক্লাব অব এইচএসটিইউ’ এর পক্ষ থেকে প্রতিবারের মতো আয়োজিত ইফতার মাহফিলের পাশাপাশি এবার ভিন্নধর্মী আয়োজন ‘ঈদ আনন্দ হোক সবার’ শিরোনামে সমাজের সুবিধাবঞ্চিত ও দুঃস্থ শ্রেণীর ২০-২৫টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ভোজ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। একই সাথে ‘রোটার‍্যাক্ট ক্লাব অব এইচ.এস.টি.ইউ’ এর রোটা ইয়ার ২০২৩ - ২০২৪ এর নতুন কমিটি ঘোষণার পাশাপাশি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময়, হাবিপ্রবির রোটার‍্যাক্ট ক্লাবের বর্তমান সম্পাদক  মো. ইশতিয়াক হাসান বলেন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব এইচএসটিইউ’  শুধুই একটি ক্লাব নয়, এটি একটি আবেগের জায়গা, ভালো লাগার জায়গা। ভার্সিটি লাইফের শুরুতে ‘রোটার‍্যাক্ট ক্লাব অব এইচএসটিইউ’ এর কার্যক্রম ও বহুমাত্রিক দক্ষতা ভিত্তিক কার্যপরিধির জন্যই ক্লাবে আসা। ক্লাব মেম্বারদের ভালোবাসা ও সিনিয়রদের দিকনির্দেশনায় আজ এই ক্লাবের নেতৃত্বে আসার সুযোগ পেয়েছি। সকলের ভরসার প্রতিদান দেয়া ও ক্লাবকে এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা ও শ্রম দেয়ার জন্য প্রস্তুত। আশা করছি আগামী ‘রোটারি ইয়ার ২০২৩ - ২০২৪’ আমরা নানাবিধ আত্ম উন্নয়ন মূলক ও সামাজিক পরিসেবার মাধ্যমে ক্লাবের বিস্তৃতি প্রসার করবো।

আরএস

Link copied!