Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৩, ০৮:২১ পিএম


চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা দুদিন বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ১২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে সময় শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা আরো দুদিন সময় পাবেন। তারা এখন ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। সেইসাথে ১৬ এপ্রিল একই সময় পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করেন ডি ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়কারী সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। তিনি বলেন, ভর্তি পরীক্ষার আবেদনের সময় দুদিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের টাকা জমা দেওয়ারও সময় দুদিন বাড়ানো হয়েছে। আমাদের সার্ভারে কিছুটা সমস্যা থাকার কারণে শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আবেদনের জন্য ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং টাকা জমা দেওয়ার জন্য ১৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পাবেন।

আরএস


 

 

Link copied!