বশেমুরবিপ্রবি প্রতিনিধি
মে ২, ২০২৩, ০৫:৪৩ পিএম
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
মে ২, ২০২৩, ০৫:৪৩ পিএম
নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ পেয়েছেন।
সোমবার (১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়। তালিকাটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পদকপ্রাপ্তরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী এস.এম ইসমাইল হোসেন, সমাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, মানবিকী অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিমা রায়, আইন অনুষদের শিক্ষার্থী সুলতানা আঞ্জুমান।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯` এর জন্য মনোনীত হয়েছেন।
এআরএস