Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

মে ২৪, ২০২৩, ০২:৫০ পিএম


নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাস এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঘণ্টাব্যাপী কুড়িগ্রাম-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় অবরোধের কারণে মহাসড়কটির উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়ে। নেসকোর দায়িত্বরত কর্মকর্তাদের একাধিকবার ফোন করলেও কোন সাড়া পায়নি শিক্ষার্থীরা। ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন তারা।

এদিকে রাত ১২টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নেসকোর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেলে ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে সমস্যা চিহ্নিত করতে অনেক সময় লাগার কারণে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে সময় লেগে যায়।

আরএস

Link copied!