Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পবিপ্রবি শিক্ষককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

মে ২৪, ২০২৩, ০৭:৪৪ পিএম


পবিপ্রবি শিক্ষককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আজ পটুয়াখালীর দুমকি থানায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি এবং উপ-উপাচার্য কার্যালয়ের এপিএস মোঃ রাসেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি(জিডি) করেছেন ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল (জিডি নং-৯৬৫)

এ বিষয়ে অভিযোগকারী ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল বলেন, "বেসরকারী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে চাকুরী প্রাপ্তদের পদোন্নতি ও পেনশনের অফিস আদেশর বিষয়ে হস্তক্ষেপ এবং এ পর্যন্ত সকল অনিয়মের বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাওয়ায় অভিযুক্তরা আমাকে গালমন্দ ও হত্যার হুমকি দেন "।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি অভিযোগ অস্বীকার করে বলেন, "অভিযোগকারী শিক্ষক সকল কর্মকর্তাদের দালাল বলেছেন বলে অন্যান্য কর্মকর্তারা অভিযোগ করেছেন। এই অভিযোগের সত্যতা জানার জন্যই শুধুমাত্র আমি তাকে ফোন করি "।

দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার বলেন," আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। "

উল্লেখ্য, ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল পবিপ্রবির শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এর সভাপতি পদ প্রার্থী এবং আওয়ামিলীগ পন্থী একজন শিক্ষক।

আরএস

Link copied!