Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

জুন ৮, ২০২৩, ০৬:৪৭ পিএম


কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। 

এবার আটটি বিশ্ববিদ্যালয়ে মোট তিন হাজার ৫৪৮টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর প্রমুখ।

উল্লেখ্য, দেশের গুচ্ছ ভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন গ্রহণ চলবে ১০ জুলাই পর্যন্ত। আবেদন ফি এক হাজার ২০০ টাকা (ট্রানজেকশন চার্জ ব্যতীত)। 

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য acas.edu.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

এইচআর

Link copied!