Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে নতুন পাঁচমুখ

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

জুন ১৫, ২০২৩, ০৩:৪৬ পিএম


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে নতুন পাঁচমুখ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনিক পদে নতুন পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সজীব ও শহীদ মুক্তার এলাহী হলেন সহকারী প্রভোস্ট, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, বাংলা বিভাগের প্রভাষক খায়রুল ইসলাম পলাশ।

একই সঙ্গে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক শরীফা আক্তার নিপা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফফাত আরা বাধন।

বুধবার (১৪ জুন) বেরোবি রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর সই করা অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয় ১৩ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

                                                      ও

       বেরোবির ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির সভাপতি রাতুল, সম্পাদক শিশির

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির (ফ্লাস) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাতুল বসাক ও সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খালেদুল ইসলাম শিশির।

বুধবার (১৪ জুন) কবি হেয়াত মামুদ ভবনের তৃতীয় তলায় ফ্লাস দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভায় তাদের কাছে সংগঠনের দায়িত্ব অর্পণ করা হয়।

এছাড়া সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের মোছা. আসমা আক্তার ইভা, অর্থনীতি বিভাগের মো. মাজহারুল ইসলাম চৌধুরী এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের আতিক শাহরিয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লাসের ছাত্র উপদেষ্টা জসীম উদ্দীন রিয়াজ, সেলিনা আক্তার হেনা ও মাহমুদ হাসান সৃজন।

এ সময় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম শিশির বলেন, আমি এমন প্রতিভাবান দলের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত। যারা আমাকে এ কাজের জন্য সমর্থন করেছেন তাদের সবাইকে অসখ্য ধন্যবাদ। সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিকমুখী করার যথাসাধ্য চেষ্টা করবো।

নব-নির্বাচিত সভাপতি রাতুল বসাক বলেন, ফ্লাসের সাথে কাজ করে আমি সত্যি আনন্দিত। সভাপতি একটি সংগঠনের শুধু একটি দায়িত্ব মাত্র। কাজ তো করি আমরা সবাই মিলে, সবাইকে নিয়ে। ফ্লাস একটি সৃজনশীল মানুষদের সংগঠন। সৃজনশীল সবাই আমাদের সদস্য হতে পারবে। আর আমি সর্বদা চেষ্টা করবো বেরোবির সব সৃজনশীল মানুষদের সাথে একত্রে মিলে কাজ করার

এইচআর

Link copied!