Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

আলিমের ফরম পূরণের তারিখ ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

জুন ১৭, ২০২৩, ০৪:২৬ পিএম


আলিমের ফরম পূরণের তারিখ ঘোষণা

চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণ আগামী ৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডের ফরম পূরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। তবে বিলম্ব ফি দিয়ে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

এ বছরের আলিম পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ ফি দিতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। এই বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৮৪০ টাকা। আর সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ ও মাহির বিভাগে শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ২ হাজার ৩৪০ টাকা।

সোনালী সেবার মাধ্যমে বিলম্ব ফিসহ ফরম পূরণের ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৪ জুলাই। এরপর আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে আলিম পরীক্ষা।

এইচআর

Link copied!