Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

অর্ধযুগ পর ভাঙলো নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুলাই ৪, ২০২৩, ০৬:২৬ পিএম


অর্ধযুগ পর ভাঙলো নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি

দীর্ঘ  ৬ বছর ১ মাস ২৮ দিন পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৫ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য,  ২০১৭ সালের ৭ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বাবুকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ১৪ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছিলো।

আরএস

Link copied!