Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবি‍‍`র ১১৭ গবেষক

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

জুলাই ৫, ২০২৩, ০৬:০৭ পিএম


বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবি‍‍`র ১১৭ গবেষক

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত ‍‍`ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাংকিং-২০২৩‍‍` এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১১৭ জন গবেষকের নাম এসেছে। বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ২৭৬ জন গবেষক।  

আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং সংস্থা ‍‍`আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স‍‍` এ তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯১৩টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৩ লাখ ৫৫ হাজার ১৮৫ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পান।

র‍্যাংকিং তালিকার ‍‍`এইচ‍‍` ইনডেক্স সূত্রে, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৪ তম, আঞ্চলিক (এশিয়া) পর্যায়ে ১ হাজার ৪৮১তম এবং বিশ্বে ৪ হাজার ৬০৪তম।

এ বিষয়ে পবিপ্রবি‍‍`র উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত দৈনিক আমার সংবাদ কে বলেন, "এই অর্জন পবিপ্রবি‍‍`র জন্য গৌরবের। গবেষকদের এই জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে দেশের জন্য লাভজনক প্রজাতি আবিষ্কার করতে হবে।"

এইচআর

Link copied!