Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আইসিটি পরীক্ষা হবে ৭৫ নম্বরের

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৮, ২০২৩, ০৮:৫০ পিএম


আইসিটি পরীক্ষা হবে ৭৫ নম্বরের

আসন্ন এইচএসসি পরীক্ষা সকল বিষয় পূর্ণ নম্বরের হলেও আইসিটি পরীক্ষা হবে ৭৫ নম্বরের। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রেস ব্রিফিং এ শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

আইসিটি পরীক্ষার ব্যাপারে শিক্ষার্থী মন্ত্রী বলেন, এ বছর সকল বিষয় পূর্ণ নম¦রের পরীক্ষা হলেও আইসিটি পরীক্ষা হবে মোট ৭৫ নম্বরের। এর মধ্যে ৫০ নাম্বার লিখিত আর ২৫ নম্বরের ভাইভা। নৈব্যত্তিক পরীক্ষা হবে ২০ নম্বরের আর ৩০ হবে লিখিত। ২৫টি এমসিকিউ এর মধ্যে ২০টির উত্তর দিবেন। বড় প্রশ্নের ক্ষেত্রে ৮টি প্রশ্নের জায়গায় তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। আগামী বছর আইসিটি বই রিভিউ হবে। শিক্ষার্থীদের জন্য যাতে সহজ হয় সেজন্য এ বছর পূর্ণ নম্বরে পরীক্ষা হচ্ছে না।

২০২৩ সালের অন্য বিষয়ে পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা হবে। সময় ৩ ঘন্টা থাকবে। সাধারণ শিক্ষা বোর্ড সমূহের তত্ত্বীয় পরীক্ষা ২৫ সেপ্টেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ৪ অক্টোবর শেষ হবে।

এআরএস

Link copied!