Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৩, ০৭:০০ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান

আগামী চার বছরের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের সপ্তম ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে  উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের ৩০ জুলাই তৎকালীন ট্রেজারার অধ্যাপক মো: জালালউদ্দিন সর্বশেষ অফিস করে বিদায় নিলে  দীর্ঘ তেরো মাসের বেশি সময় এ পদটি শূন্য ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর জানান, ট্রেজারার নিয়োগের জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আশা করছি তিনি যোগদান করার পর বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে।

আরএস

Link copied!