Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

খুবিতে প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

খুবি প্রতিনিধি

খুবি প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৩, ০৭:৫৫ পিএম


খুবিতে প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

২০২২–২০২৩ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি কার্যক্রম প্রায় শেষের পথে। আগামী ১৩ এবং ১৪ আগস্ট  খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষের চূড়ান্ত ভর্তি অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে প্রকাশিত হয়েছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষের ১ম টার্মের একাডেমিক ক্যালেন্ডার। আগামী ১৬ আগস্ট (বুধবার) ক্লাস শুরুর মাধ্যমে নবাগতদের ক্যাম্পাসে আগমন হবে এবং ক্লাস চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।

কোর্স রেজিষ্ট্রেশন (জরিমানা ছাড়া) আগামী ৩০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত  এবং জরিমানাসহ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে।

পিএল শুরু হবে ১২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং প্রথম বর্ষের প্রথম টার্মের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। গত ৯ আগস্ট রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এইচআর

Link copied!