Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ আগস্ট থেকে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২৩, ০৪:৩৩ পিএম


তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ আগস্ট থেকে

চট্টগ্রাম বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পিছিয়ে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। 

ভারি বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১২ আগস্ট) সকালে শিক্ষা 

মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন।  

এম এ খায়ের জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা 

বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের 

পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরএস

Link copied!