Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে দেশে প্রথম পিএইচডি শুরু

মাভাবিপ্রতিনিধি

মাভাবিপ্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৩, ০৩:৪৫ পিএম


ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে দেশে প্রথম পিএইচডি শুরু

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে পিএইচডি প্রোগ্রাম শুরু হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের প্রথম ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে দুইজন শিক্ষার্থী নিয়ে পিএইচডি প্রোগ্রাম শুরু করলো বিভাগটি।

শনিবার বিভাগের সভাপতির কক্ষে পিএইচডি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড.মো. ফজলুল করিমসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ আক্তার। তিনি সিপিএস বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন, বর্তমানে একই বিভাগ কর্মরত আছেন। অন্যজন হলেন, আরিফুল ইসলাম । তিনি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমান তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।

পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে দেশের প্রথম অধ্যাপক ও বর্তমান সিপিএস বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. ওমর ফারুক এর অধীনে পিএইচডি গবেষণা করবেন।

অধ্যাপক ড. ওমর ফারুক একজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অপরাধ বিজ্ঞানী এবং ভিক্টিমোলজিস্ট। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ৩২টি প্রবন্ধ প্রকাশনা এবং একটি বই রয়েছে। এছাড়া তিনি অসংখ্য গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন।

প্রাতিষ্ঠানিক জ্ঞানের মাধ্যমে অপরাধ বিষয়ে পর্যালোচনা এবং রূপকল্প তৈরিতে সহায়তা করার জন্যে,বাংলাদেশে ২০০৪ সালে ‘ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স’ বিভাগ নামে প্রথম যাত্রা শুরু হয়েছিল টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

এইচআর

Link copied!